রাঙামাটি পৌর শহরের ভেদভেদির মোনতলা গ্রামে দাদু কর্তৃক ৩ বছরের এক শিশু যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত দাদু জাগুলুক্কে ওরফে সুভাষ কুমার চাকমাকে গ্রেফতার করেছে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় এলাকার মানুষ ভেদাভেদি এলাকা থেকে জাগুলুক্কেকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।
রাঙামাটি কোতয়ালী থানার ওসি মো. সাহেদ উদ্দিন জাগুলুক্কেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, শিশু নির্যাতনের ঘটনার খবর পেয়ে আমরা ভেদভেদি গিয়েছি। স্থানীয় লোকজন বেশ সহযোগিতা করেছে।
এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে কাল আদালতে পাঠানো হবে।
গত সোমবার সকাল ৭ টার দিকে নিজ ছেলের ঘরে ৩ বছরের নাতনিকে যৌন নির্যাতন করে জাগুলুক্কে।
এ সংক্রান্ত আরো খবর