রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন সময় আগুনে ক্ষতিগ্রস্ত ১৩ টি পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এসব ঢেউটিন বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
এসময় বাঘাইছড়ি থানার ওসি হুমায়ূন কবির, পৌর বিএনপির সভাপতি ও বাজার পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দিন বাবু সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।