আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির সাজেকে সমাবেশ করেছে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশন বাঘাইছড়ি উপজেলা শাখা।
জান দেবো, তবুও মান দেবো না স্লোগানের এ কর্মসূচিতে সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ বন্ধ কর; পার্বত্য চট্টগ্রামে জাতীয় অস্তিত্ব, বাস্তুভিটা ও নারীর সম্ভ্রম রক্ষার্থে এইচডব্লিউএফ’র পতাকাতলে সমবেত হোন”।সকাল থেকে সাজেক ও বঙ্গলতলী ইউপির বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী লাদুমুনি বাজার দ্ব-পদায় এসে মিলিত হন। সকালে দ্ব-পদা মাঠে সমাবেশ শুরু হয়ে সকাল ১১টা পর্যন্ত চলে।
সমাবেশ শেষে মিছিল বের করা হয়। মিছিলট পর্যটন সড়ক ধরে দীর্ঘ ১ কিলোমিটার পায়ে হেঁটে এসে উজোবাজার প্রদক্ষিণ করে গঙ্গারাম মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে প্রতিরোধ সাংস্কৃতিক স্কোয়াডের টিম ঘন্টাব্যাপী প্রতিবাদী নৃত্যনাট্য ও জাগরণীমূলক গান পরিবেশন করে।