আন্তর্জাতিক নারী দিবস ও সংগঠনের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।
“জান দেবো, তবুও মান দেবো না; সারাদেশে অব্যাহত নারী শিশু ধর্ষণ বন্ধ কর” এই দাবি সম্বলিত শ্লোগানে এবং “পার্বত্য চট্টগ্রামে জাতীয় অস্তিত্ব, বাস্তুভিটা ও নারীর সম্ভ্রম রক্ষার্থে এইচডব্লিউএফ’র পতাকাতলে সমবেত হোন” এই আহ্বানে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে এলাকার সহস্রাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
আজ সোমবার সকালে রামগড় কলেজ গেইট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শ্লোগানে শ্লোগানে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রামগড় সদরের মুক্তিযুদ্ধ ভাস্কর্য পাদদেশে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে হিল উইমেন্স ফেডারেশন কেন্দ্রীয় সদস্য দয়া চাকমা’র সভাপতিত্বে ও খাগড়াছড়ি জেলা আহ্বায়ক এন্টি চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা সভাপতি নিকি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর রামগড় উপজেলা শাখার সভাপতি তৈমাং ত্রিপুরা। এছাড়া এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ঢাকা কলেজের ছাত্র বাহাদুর ত্রিপুরা।