বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

কাপ্তাইয়ে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন 

দীর্ঘ ১৮ বছর পর রাঙামাটির কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রকাশ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে এই কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।

এর আগে ২০০৬ সালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় মাঠ এবং কেপিএম কলাবাগান এলাকায় প্রকাশ্যে জামায়াতে ইসলামীর সমাবেশ হয় বলে জানান জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার আমীর মুহাম্মদ হারুন অর রশীদ।

কর্মী সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক  মাওলানা মুহাম্মদ শাহজাহান।

এসময় তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য দেশের স্বার্থে মেজরিটি নয়, মাইনরিটি নয়, সবাইকে ইউনিটি হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন।  বিগত আ’লীগ ফ্যাসিবাদী সরকার তার ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের প্রাণের দাবী সুষ্ঠ ভোট দিতে ব্যর্থ হয়েছে, দিনের ভোট রাতে দিয়েছে। আমরা চাই সুষ্ঠ ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন তাই জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য  আহ্বান জানাচ্ছি।  কাপ্তাই উপজেলা আমীর মুহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে এবং উপজেলা প্রচার সম্পাদক নুর জামালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, রাঙামাটি জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মুহাম্মদ আব্দুল আলীম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, রাঙামাটি জেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা সেক্রেটারী মোঃ মনছুরুল হক, ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলার সভাপতি শহিদুল ইসলাম শাফি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির লোকমান হোসেন। আরো বক্তব্য রাখেন, চন্দ্রঘোনা ছাত্রশিবির এর শাখা সভাপতি শাহাদাৎ হোসেন, উত্তর সভাপতি ইস্রাফিল হোসেন সৈকত, জামায়াতে নেতা আমীর হোসেন, মোঃ আবু তাহের, শফিকুল আলম, চন্দ্রঘোনা মিশন ব্যাপ্টিষ্ট চার্চ সাধারন সম্পাদক বিজয় মারমা, কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।  কর্মী  সম্মেলনে কাপ্তাই উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিপুল সংখ্যক   নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments