বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপর্যটনসাজেকের ক্ষতিগ্রস্তদের সরকার সহায়তা করবে- সুপ্রদীপ

সাজেকের ক্ষতিগ্রস্তদের সরকার সহায়তা করবে- সুপ্রদীপ

সাজেকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবং ব্যবসায়ীদের সহযোগিতা করবে সরকার। ব্যবসায়ীরা যেন আবার ব্যবসায ঘুরে দাঁড়াতে পারে সেজন্য ব্যাংকগুলো যেন সহজ শর্তে ঋণ দেয় সে ব্যবস্থা করা হবে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

বুধবার বিকালে সাজেক অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে এ কথা বলেন সুপ্রদীপ।
তিনি বলেন এ ক্ষতি অপূরনীয়। তবুও দায়িত্ব ও মানবিক দিক বিবেচনায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়ানো হবে।
সাজেক পরিদর্শনের সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, জেলা পরিষদের সদস্য প্রতুল বিকাশ দেওয়ান, বৈশালী চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments