বিলাইছড়ি উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিলাইছড়ি উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা নিরালা কান্তি চাকমা।
সুদেব কান্তি দাশ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক অরুণ তঞ্চঙ্গ্যা, উথোয়াইন মার্মা, রঞ্জন তঞ্চঙ্গ্যা, পুতুল চন্দ্র তঞ্চঙ্গ্যা, জ্যোতিময় তঞ্চঙ্গ্যা, জ্ঞানেন্দু বিকাশ চাকমা,মনজুর কাদের, রামদৌ পাংখোয়া, রুবেল দাশ, লুসি এলিজাবেথ পাংখোয়া,সুমী চক্রবর্ত্তী ,নন্দিতা তঞ্চঙ্গ্যা,অমিত তঞ্চঙ্গ্যা,মৃণাল তঞ্চঙ্গ্যা, মনিষা দেওয়ান,লিসা পাংখোয়া এবং দেবাশীষ চক্রবর্ত্তী প্রমূখ। সভা সঞ্চালনা করেন শিক্ষক বিপ্লব বড়ুয়া( বাপ্পী)।
প্রতিযোগিতায় বিলাইছড়ি, ফারুয়া এবং কেংড়াছড়ি ইউনিয়নের প্রায় সরকারি বিদ্যালয়গুলো অংশগ্রহণ করেন। দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা স্টেডিয়াম ও বিদ্যালয়ে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক ও কাবিং সহ বিভিন্ন প্রতিযোগিতায় মোট ৪৬ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।প্রথম স্থান অধিকারীর জেলা পর্যায়ে অংশগ্রহণ করতে হবে বলে জানা গেছে।