বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধবান্দরবানে নারী পুলিশ সদস্যর ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানে নারী পুলিশ সদস্যর ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানে রূম্পা দাশ (৩০) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বনরূপা ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে বান্দরবান সদর থানার পুলিশ।

সোমবার সকাল সাড়ে ৮ টায় বান্দরবান পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বনরূপা পাড়ার ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যা মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা পূর্ব নিউজকে জানান, বনরূপা পাড়ার ২নম্বর গলির পার্থ মিত্রদের ভাড়া বাসায় দীর্ঘদিন শিশু সন্তান এবং স্বামী সৌরভ কুমারসহ স্বাভাবিকভাবে বসবাস করছিলো পুলিশের নারী সদস্যা রূম্পা দাশ (৩০)।

আজকে সকালে জানলাম তার ঝুলন্ত মরদেহ ঝুলছে। পারিবারিক কলহের জেরে আত্নহত্যা করেছে কিনা পূর্ব নিউজ প্রতিবেদক প্রশ্নের জবাবে তারা জানান, এটা আমরা সঠিক বলতে পারব না, তদন্তে উঠে আসুক। স্ত্রী’র আত্মহত্যা ব্যাপারে জানতে স্বামী সৌরভের সঙ্গে পূর্বক নিউজ প্রতিবেদক চেষ্টা করেও কথা বলা যায়নি।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুদ পারভেজকে পূর্ব নিউজকে সত্যতা নিশ্চিত করতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, রূম্পা দাশ (৩০) বান্দরবান সদর থানার নারী পুলিশ কনেস্টেবল হিসেবে কর্মরত ছিল। মো: মাসুদ পারভেজ তিনি আরও বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। বিস্তারিত এখনে বলা যাচ্ছে না।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments