বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব

কাপ্তাইয়ে বসন্ত বরণ ও পিঠা উৎসব

রাঙামাটির কাপ্তাই অফিসার্স ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার  সন্ধ্যা সাড়ে  ৭ টায় হতে রাত সাড়ে ৯ টা পর্যন্ত  কাপ্তাই উপজেলা সদর শিশু পার্কে বসন্ত বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে অনুষ্ঠানস্থলে হরেক রকম পিঠার আয়োজন করা হয়।
এছাড়া উৎসব উপলক্ষে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নাচ এবং গান পরিবেশিত হয়।

উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বসন্ত বরণ ও  পিঠা উৎসব  এর উদ্বোধন করেন।
উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায়
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী,  রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, কাপ্তাই  উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের,  উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ ঘোষ,  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী লিমন চন্দ বর্মন, উপজেলা শিল্পকলা একাডেমির  যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, সদস্য মংচাই মারমা   সহ অফিসার্স ক্লাবের সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments