শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে তারুণ্যের উৎসব সমাপ্ত

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব সমাপ্ত

রাঙামাটির  জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, রাজপথে থেকেই সবসময় ছাত্ররা নতুন বাংলাদেশ বির্নিমান করেছেন, সেই ৫২ হতে শুরু হয়ে ২৪ এর জুলাই আগস্ট এ ছাত্ররা দেখিয়ে দি়ল, তাদের রক্ত কখনো বৃথা যায়না।

তিনি বুধবার বিকালে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কর্ণফুলি সরকারি কলেজ মাঠে  ৩ দিনব্যাপী তারুণ্যের উৎসব এর সমাপনী দিনে যুব সমাবেশ এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি আরোও বলেন, ছাত্র এবং যুবকরা একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে। তবে দেশকে বদল  করার  আগে নিজেদেরকে বদলাতে হবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর সভাপতিত্বে সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন রাঙামাটির  অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) রুহুল আমিন, কাপ্তাই উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, কাপ্তাই থানার ওসি মো মাসুদ, কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী,  রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডা: রহমত উল্লাহ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ,  উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হারুনর রশিদ,   চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহীম হাবিব মিলু, ছাত্রদলের সদস্য সচিব মো ইব্রাহীম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত  বিএসপিআই এর ছাত্র তাহসিন কবির রাতুল, কাপ্তাই উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং তারুণ্য উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব   মো: হোসেন।

পরে জেলা প্রশাসক তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এদিকে তারুণ্যের উৎসব এর শেষ দিনে মেলা মঞ্চে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments