রাঙামাটি মিনি চিরিয়াখানায় স্কুল এন্ড কলেজ করতে যাচ্ছে রাঙামাটি জেলা পরিষদ। স্কুল কলেজটি হবে আবাসিক। আবাসিক স্কুল ও কলেজের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে দরিদ্র জনগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীরা পড়া সুযোগ পাবে।
রবিবার সকালে এ স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
তিন কোটি টাকা ব্যয়ে এ স্কুল এন্ড কলেজটি আবাসিক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনা করবে জেলা পরিষদ।
এ সময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি জেলা প্রশাসক মো হাবিব উল্লাহ, রাঙামাটি পুলিশ সুপার ফরহাদ হোসেন, রাঙামাটি সেনা জোনের কমান্ডার লে ক এরশাদ হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে গুণগত শিক্ষা অত্যন্ত দরকার। পার্বত্য চট্টগ্রামে সুনামধন্য বিদ্যালয় নাই। এ বিদ্যালয়ে স্থাপনের সে সংকট দুর করা হবে।
জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেন, এ স্কুল এন্ড কলেজের মাধ্যমে দুর্গম এলাকার মেধাবী শিক্ষার্থীরা আবাসিক সুবিধা গ্রহণ করে শিক্ষা অর্জনের সুযোগ পাবে।
উল্লেখ্য ২০০০ সালে রাঙামাটি শহরের রাঙাপানি সুখীনীল গঞ্জে নির্মাণ করা হয় বোটানিক্যাল গার্ডেন ও মিনি চিরিয়াখানা। প্রাণী চিকিৎসায় দক্ষ জনবল না থাকায় শুরু থেকে প্রাণীগুলো মারা পড়ে আসছিল। সম্প্রতি জেলা পরিষদ প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করে।