রাঙামাটি জেলার বিভিন্ন সরকারী কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের নিয়ে তথ্য অধিকার ও জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলার সম্মেলন কক্ষে ইউএসএআইডির আর্থিক সহযোগিতায় দ্যা কার্টার সেন্টার কারিগরি সহযোগিতায় ও তৃণমূল উন্নয়ন সংস্থা এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানা। তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা,দ্যা কার্টার সেন্টার বাংলাদেশ’র চীফ অব পার্টি সুমনা সুলতানা মাহমুদ, জেন্ডার কনসালটেন্ট মুজাহিদুল ইসলাম।
রাঙামাটি সদর, কাপ্তাই ও নানিয়ারচর উপজেলার ২৮ জন সরকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (কৃষি, প্রানীসম্পদ, মৎস্য,সমাজসেবা, সমবায়,উচ্চ মাধ্যমিক,পরিবার পরিকল্পনা ও তথ্য সেবা কর্মকর্তা)ও ২ জন সাংবাদিকসহ ৩০ জন প্রশিক্ষণ নেন।
তথ্য অধিকার এবং জেন্ডার বিষয়ক নিয়ে প্রশিক্ষণ দেন তথ্য কমিশনের সাবেক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহিবুল হোসেন।