রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানায় দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে ।
এতে এতিম শিশুদের জন্য রাখা চাল,ডাল,সবজি, মাংসসহ হাড়ি পাতিল সবকিছু চুরি করে নেওয়ার ঘটনা ঘটেছে। সেই সাথে মাদরাসা আগুন দিয়ে পুড়ে দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
দারুল উলুম হাফেজিয়া নূরানী মাদরাসা ও এতিমখানা পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন বলেন, বুধবার (৩সেপ্টম্বর)সকাল ৬টায় মাদরাসার এতিম শিশুদের সকালের খানা তৈরি করার জন্য বাবুর্চি দরজা খুলতে গেলে দরজা ভাঙ্গা দেখতে পান। এসময়
রান্নাঘরের চাল,ডাল,তৈল,কাঁচা সবজি,রান্না করার হাড়ি, পাতিল,ডিম,গরু,মুরগির গোসতসহ যাবতীয় সবকিছু চুরি করে নেওয়া হয়েছে। খবর পাওয়ার পর মাদ্রাসার পরিচালক, পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক এবং ইমাম সকলে ছুটে আসেন।
পরিচালক আরোও জানান এদিন সকাল ১০টা ৩০মিনিটে স্থানীয় একজন মহিলা মাদরাসা হতে প্রায় ৫শ’গজদূরে নিজের ঘরের জন্য একটা জঙ্গলে কচুর শাক তুলতে গিয়ে দেখে গভীর খাদের নিচে চাল,ডাল ও কিছু কাগজপত্র এলোমেলো ভাবে পড়ে রয়েছে। ঘটনাটি মাদ্রাসা পরিচালকসহ সকলকে জানানো হয়।পরে সবাই এসে দেখে জঙ্গলের গভীর খাদে চুরি যাওয়া কিছু মালামাল,হাড়ি পাতিল পড়ে আছ এবং চালগুলো মাটিতে এলোমেলোভাবে ফেলে রেখেছে। কিছু মালপত্র উদ্বার করা হলেও অন্যান্য মালামাল গুলো পাওয়া যায়নি।