রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে ১৪(চৌদ্দ) মাস সশ্রম কারাদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মো: জাহিদুল ইসলাম (৪৫) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর নারানগিরিমুখ পাড়া এলাকার সৈয়দ নুর এর ছেলে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।
ওসি আরোও জানান, গতকাল বুধবার সন্ধ্যায় এসআই মো: নাহিদ আহমেদ সবুজ এবং এএসআই অশোক শীল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে চন্দ্রঘোনা থানাধীন কৃষি ফার্ম এলাকা হতে ফরিদপুর এর কোতয়ালী থানার এফআইআর নং-২৯(জিআর নং/২৮৮/২০) এর ১৪ মাস সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী মোঃ জাহিদুল ইসলাম (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।