শনিবার, আগস্ট ৩০, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিকাপ্তাইয়ে এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

কাপ্তাইয়ে এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত

দীর্ঘ চার বছর পর বাংলাদেশ বন উন্নয়ন কর্পোরেশন ( বিএফআইডিসি) এর অধীন পরিচালিত রাঙামাটির কাপ্তাই  এলপিসি শ্রমিক -কর্মচারী ইউনিয়ন(রেজিনং -৫৯৭), শাখার দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে  বৃহস্পতিবার সকাল ৮টা হতে বিকাল ২টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

তৎমধ্যে  ৭ টি  পদের মধ্যে  ৫ টি পদে  কোন প্রার্থী না থাকায় শুধুমাত্র সহ সাধারণ সম্পাদক এবং অর্থ সম্পাদক এই  ২ টি পদে নির্বাচন অনুষ্ঠিত  হয়।

এতে সহ সাধারণ সম্পাদক পদে নিতায়ন চাকমা এবং অর্থ সম্পাদক পদে নাছিমা বেগম নির্বাচিত হন। এছাড়া বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিতরা হলেন সভাপতি  পদে আল-আমিন,সহ-সভাপতি আবছার আলম,সম্পাদক মো.শাহীন উদ্দিন,   সাংগঠনিক সম্পাদক  মো.আব্দুল্লাহ আল  ফাহাদ এবং  কার্যকরী সদস্য পদে মো.ইয়াছিন আরাফাত নির্বাচিত হয়।  নির্বাচন কমিশন পদে দায়িত্ব পালন করে বিলাশ কুমার বিশ্বাস সহকারী কমিশন পদে মো.ইউছুপ,তপন বিকাশ চাকমা,উশোয়েইনু মারমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments