বুধবার, আগস্ট ২৭, ২০২৫
মূলপাতাঅপরাধরাইখালী থেকে  ঘুঘু ও টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ

রাইখালী থেকে  ঘুঘু ও টিয়া পাখি উদ্ধার করেছে বন বিভাগ

রাঙামাটির কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের   রাইখালী রেঞ্জের অভিযানে রাইখালী  পুরান বাজার এলাকা হতে  দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে।

বুধবার  সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান  দুটি ঘুঘু এবং  একটি টিয়া পাখি উদ্ধার করা হয় বলে জানান  রেঞ্জ কর্মকর্তা  মো. জাহিদুল ইসলাম।

তিনি আরোও  জানান, পাল্পউড বাগান বিভাগের  বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনায় পাখিগুলো উদ্বার করা হয়।

এসময় বিক্রেতাকে খুঁজে পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাখিগুলে খাঁচায় রেখে তাঁরা পালিয়েছে।

রাইখালী রেঞ্জে পাখিগুলো রাখা হয়েছে। বৃষ্টিপাত কমলে প্রাকৃতিক পরিবেশে এগুলো  অবমুক্ত করা হবে বলে  তিনি জানান। চট্টগ্রাম ওয়াইল্ডলাইফ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, যেকোনো সময় বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments