রাঙামাটি জুরাছড়ি উপজেলা সেনাবাহিনী ও পুলিশের পৃথক যৌথ অভিযানে ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ৫শ ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মোঃ আলমগীর হোসেন শাহ।
আটককৃত হলেন নারায়ণগঞ্জে পুরিন্দা গ্রামের লাল মিয়া ছেলে তামিম (প্রঃ) মোঃ ডালিম (২৮), একই এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে আরফাত হোসেন (২২), চট্টগ্রাম রাঙ্গুনিয়ার মৃত অজিত বনিকের ছেলে বিষ্ণু বনিক (২৭), জুরাছড়ি উপজেলার কালাধন চাকমার ছেলে বিজয় চাকমা(২৪), একই উপজেলার নগদিছ চাকমার ছেলে অন্ত বিকাশ চাকমা।
পুলিশ জানায় রবিবার(২৫ মে) রাত সাড়ে ৮ টায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে জুরাছড়ি বিজয় চাকমা ও অন্ত বিকাশ চাকমাকে ৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সোমবার(২৬) বেলা ৪টায় জুরাছড়ি থানার এসআই/হারুনুর রশিদ ও সংগীয় ফোর্স এবং যক্ষা বাজার আর্মি ক্যাম্পের একটি আভিযানিক টিমসহ জুরাছড়ি থানা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন।
জুরাছড়ি উপজেলার সোনালী ব্যাংকের সামনে চেক করার সময় কতিপয় ব্যাক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দেখে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করিয়া ৫৩২ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয় ।
জুরাছড়ি থানার ওসি মোঃ আলমগীর হোসেন শাহ জানান বিজয় চাকমা ও অন্ত বিকাশ চাকমাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার আটককৃত তিন জনের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।