বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবাঘাইছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকাত বিতরণ

বাঘাইছড়িতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যাকাত বিতরণ

স্বাবলম্বী প্রতিটি মানুষ ইসলামিক নিয়ম অনুযায়ী যাকাত দেয়া দায়িত্ব ও কর্তব্য। সকলকে যাকাত বিষয়ে সচেতন হতে হবে। এবং মহান স্বাধীনতা দিবসে বাঙ্গালী জাতি যুদ্ধ করে দেশকে স্বাধীন করায় আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি তা আমাদের সব সময় স্মরণ রাখতে হবে।

বৃহস্পতিবার (২৭মার্চ) সকাল ১১টায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খতমে কুরআন, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং ২০২৪-২৫অর্থ বছরে সরকারি ভাবে যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে মডেল কেয়ারটেকার মোহাম্মদ বোরহান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

যাকাত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা কবির আহাম্মদ সহ বিভিন্ন এলাকা থেকে আগত ইমাম-মুয়াজ্জিন ও উপজেলার ইফার সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃন্দু।

মডেল কেয়ারটেকার মোঃ বোরহান উদ্দিন তিনি জানান, গত কাল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সকাল ১১ টায় খতমে কুরআন ও বেলা ১২ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ও আজ উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে সরকারি ভাবে বাঘাইছড়ি উপজেলায় অসহায় ও দরিদ্র ১৫জনকে ছয় হাজার টাকা করে মোট ৯০হাজার টাকা বিতরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments