প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাঠ পর্যায়ে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ১০ থেকে ৯ম গ্রেড উন্নীত করার দাবীতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে রাঙামাটি জেলার বিভিন্ন উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
রবিবার দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহর মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় বিগত ৩০ বছরের অধিক সময় ধরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকের গ্রেড উন্নীতকরণ করা হলেও সম পর্যায়ের গ্রেডে উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার গ্রেড অপরিবর্তিত রয়ে গেছে। কাজের পরিধি বাড়ানোর পরও তাদের সুযোগ সুবিধা বাড়ানো হয়নি।
মান সম্মত শিক্ষা নিশ্চিত করন, মাঠ পর্যায়ে কাজের গতিশীলতা বৃদ্ধি, প্রাথমিক শিক্ষা প্রশাসনে চেইন অব কমান্ড বজায় রাখতে ১০ থেকে ৯ম গ্রডে উন্নীত করার দাবী জানারো হয় স্মারকলিপিতে।
এ সময় বরকল উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জগদীশ চাকমা, কাপ্তাই উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য, নানিয়াচর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপসি চাকমাহ অন্যান্য উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।