শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিসেনা বাহিনীর ঘর হস্তান্তর

সেনা বাহিনীর ঘর হস্তান্তর

রাঙামাটি   রিজিয়ন এর কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এর তত্বাবধানে রাজস্থলী উপজেলার দূর্গম মিতিংগাছড়ি  আগারপাড়া  এলাকার হতদরিদ্র বিধবা কিমারুং ত্রিপুরা এবং মিতিংগাছড়ি পাড়া এলাকার  গৃহহীন হান্তিনা ত্রিপুরাকে সেনাবাহিনী কর্তৃক বসত ভিটায় নতুন ২টি গৃহ নির্মান করে দেওয়া হয়েছে।

পার্বত্য চট্টগ্রামে  শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এর লক্ষে কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল নুর উল্লাহ জুয়েল, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় কাপ্তাই সেনাজোনের প্রত্যন্ত দূর্গম এলাকায় গৃহহীন মানবেতর জীবন-যাপনকারীদের অসাহায়ত্বের কথা বিবেচনা করে কাপ্তাই সেনা জোন এই মহতি উদ্যোগ গ্রহণ করে।

একটা ভাল ঘরের অভাবে দীর্ঘ দিন যাবত রৌদ্র, বৃষ্টি  ও শীতের তীব্রতায় কষ্ট পাওয়া অসহায় পাহাড়ি  পরিবার দুটি  কাপ্তাই সেনা জোন হতে তৈরি করে দেওয়া নতুন  ঘর পেয়ে আনন্দে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

কাপ্তাই সেনা জোন মিতিংগাছড়ি এলাকা ছাড়াও জোনের আওতাধীন গৃহহীন আরো ১২/১৪ টি পরিবারের ঘর নির্মানের উদ্যোগ নিয়েছে। অদূর ভবিষ্যতেও  পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী  হত দরিদ্রদের পাশে থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই সেনা জোন অধিনায়ক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments