বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীবহু জাতির বসবাস স্বীকার করতে চায় না উগ্রবাদীরা – সন্তু লারমা

বহু জাতির বসবাস স্বীকার করতে চায় না উগ্রবাদীরা – সন্তু লারমা

উগ্রবাদীরা বাংলাদেশে বহু জাতির বসবাস আছে তা স্বীকার করতে চায় না। এজন্য বইয়ে থাকা গ্রফিতিতে আদিবাসী পাতাটি ছিড়ে ফেলতে চায়। দেশে ৫১টি ছোট ছোট জাতির সমষ্টিগত নাম আদিবাসী।

শনিবার সকালে রাঙামাটি শহরের আশিকা কনভেনশন হলে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্রি বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।

পার্বত্য চট্টগ্রমের আদিবাসী জুম্ম জনগণের সামগ্রিক পরিস্থিতির আলোকে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে সুধী সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখা।

সন্তু লারমা আরো বলেন, বাংলাদেশ যে একটি বহুত্ববাদের দেশ সেটা স্বীকার করতে চায় না উগ্রবাদীরা। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি অত্যান্ত অস্বাভাবিক ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ১৩ ভাষাভাষি ১৪টি আদিবাসী জনগোষ্ঠী নিশ্চিহ্ন হওয়ার হওয়ার পথে। তাদের অস্থিত্ব শুধু ম্রিয়মান নয় অস্তিত্ব হারিয়েছে।
সন্তু লারমা আরো বলেন শাসক গোষ্ঠী আদিবাসীদের চাকমা মারমা খিয়াং ত্রিপুরা ইত্যাদি জাতির নাম না বলে উপজাতি ক্ষুদ্র নৃ গোষ্ঠী বলে আদিবাসীদের অপমানিত করছে। যে নামের মধ্যে অপমান অবজ্ঞা নিহীত আছে।
মত বিনিময় সভায় বক্তব্যে দেন আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য কেএসমং মারমা, অবসর প্রাপ্ত অধ্যাপক মধু মঙ্গল চাকমা, এড. দ্বীননাথ তঞ্চঙ্গা, মনোজ বাহাদুর গুর্খাসহ পাহাড়ের বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র জাতির পক্ষ থেকে প্রতিনিধিরা বক্তব্য দেন। সভায় তিন পার্বত্য জেলা থেকে আদিবাসী ফোরামের সদস্যরা অংশ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments