রাঙামাটিতে বাস্তবায়নাধীন‘আস্থা’নামক একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করছে দাতাগোষ্ঠীর একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলে রয়েছেন সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ উপ প্রধান কোরিন থিভোজ আলেক্সান্দ্রা, বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন, সাস’রনির্বাহীপরিচালক স্বপন কুমার পাল, ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ কিরণ, আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস, রাঙামাটির নির্বাহী পরিচালক বিপ্লব চাকমাসহ অন্য কর্মকর্তারা।
প্রতিনিধি দলের সদস্যরা তিন দিনের সফরে ২০ জানুয়ারি রাঙামাটি পৌঁছান। ২১ জানুয়ারি রাঙামাটি সদরের ইয়ুথ গ্রপের সক্রিয়করণ সভায় অংশ নিয়ে অংশীজনদের সঙ্গে মত বিনিময় করেন।
তিন দিনের সফর সূচির মধ্যে বুধবার জেলার বিলাইছড়ি উপজেলায় সফর করে প্রকল্পে সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। বিলাইছড়ি দুপ্যাচর এলাকায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে কেরংছড়ি গ্রামের প্রকল্পের সুবিধাভোগী নারীদের সাথে কথা বলেন দাতাগোষ্ঠীর প্রতিনিধিরা।
বিকালে রাঙামাটি শহরের নিউ মার্কেটের আশিকা কনভেনশন হলে প্রকল্পের অংশীজনদের ব্যবস্থাপনা কমিটি নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ সভায় যোগ দেন তারা।
নাগরিক প্লাটফর্মের আহবায়ক নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অন্য সদস্যরা আলোচনায় অংশ নেন। এ প্লাটফর্মের যুগ্ম আহবায়ক সুশীল প্রসাদ চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুইজারল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের যোগাযোগ উপ প্রধান কোরিন থিভোজ আলেক্সান্দ্রা এবং বিশেষ অতিথির বক্তব্য দেন রুপান্তর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম খোকন ও সাস নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল প্রমুখ। দাতারা সামনে আরো প্রকল্পটির মেয়াদ ও বরাদ্দ বাড়ানোর আশ্বাস দেন।
সংশ্লিষ্টরা জানান, পাহাড়ে সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতির উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠাসহ যুবদের ক্ষমতায়নে স্থানীয় যুব সমাজের সচেতনতা ও দক্ষতা অর্জনের লক্ষ্যে আস্থা প্রকল্পের আওতায় ইয়ুথ গ্রুপ গঠনের মাধ্যমে কার্যক্রম পরিচালিতহচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস। এতে অর্থায়ন করছে সুইজারল্যান্ড সরকার এবং বাংলাদেশের বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর, সাস, ডেমোক্রেসিওয়াচ।
প্রকল্পেরলক্ষ্য অর্জনসহ এর সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান দাতা গোষ্ঠীর প্রতিনিধি দলের সদস্যরা।