বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিছাত্র আন্দোলনে আহত ছাত্রকে  বিজিবি সহায়তা

ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে  বিজিবি সহায়তা

কাপ্তাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত এক ছাত্রকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে  কাপ্তাই বিজিবি।

শনিবার কাপ্তাইে  আন্দোলনে আহত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর বাংলা বিভাগের শেষ বর্ষের ছাত্র কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকার মো: ইউসুফ আলীর পুত্র  নবাব শরীফ সাজিব (২৫) কে   উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।

আর্থিক অনুদান  তুলে দেন ৪১ বিজিবি( কাপ্তাই ব্যাটালিয়ন) এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ  তানজিলুর রহমান ভুইঞা।  এসময়   তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন অধিনায়ক । আর্থিক অনুদান প্রদানকালে এসময় বিজিবির পদস্থ কর্মকর্তা এবং আহত সাজিব এর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়  সিলেট শাহজালাল বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,  এর ভিসি’র বাসভবনের সামনে গোলাগুলিতে ৬টি গুলি ডান হাতে ও ১টি গুলি  মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হন সাজিব। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments