রবিবার, আগস্ট ৩১, ২০২৫
মূলপাতাক্ষুদ্র জাতি গোষ্ঠীবড়দিনকে  সামনে রেখে খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

বড়দিনকে  সামনে রেখে খ্রীস্টান পল্লীতে উৎসবের আমেজ

আগামী ২৫ ডিসেম্বর খ্রীস্টান সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ বড়দিন।

শুভ বড়দিনকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল সহ হাসপাতাল পল্লীতে উৎসবের আমেজ বিরাজ করছে। সমগ্র এলাকাটিকে   বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর)    সন্ধ্যায়  চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এলাকায় গিয়ে দেখা যায়  অপরূপ আলোকসজ্জার মাধ্যমে  সাজানো হয়েছে সমগ্র এলাকাটিকে।

এছাড়া আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সকালে সমবেত প্রার্থনা, খ্রীস্ট সংগীত পরিবেশন এবং কেককাটা সহ নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এদিকে গত ১৯ ডিসেম্বর   সানডে স্কুলের ছেলেমেয়েদের কীর্তন ও উপহার বিনিময়ের মাধ্যমে শুরু হয়েছে চন্দ্রঘোনা খ্রীস্টান পল্লীতে  বড়দিনের উৎসব এর   আয়োজন।

শুভ বড়দিনের শুভেচ্ছা জানিয়ে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা বলেন, বড়দিনকে ঘিরে ইতিমধ্যে চন্দ্রঘোনা মিশন এলাকায় গত কয়েকদিন আগ হতে  বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেছে।

চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, প্রতিবারের ন্যায়  এই বছরেও শুভ বড়দিনকে ঘিরে  হাসপাতাল এলাকায়   বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। শুভ বড়দিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য মঙ্গল বয়ে আনুক সেই কামনা করছি।

চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চের সম্পাদক বিজয় মারমা বলেন, আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে চার্চে সমবেত প্রার্থনা, কেক কাটা এবং ক্রীস্টিয় সঙ্গীত পরিবেশন করা হবে।

এদিন কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি)  এর অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ  তানজিলুর রহমান ভুইঞা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ উপস্থিত থেকে বড়দিনের শুভেচ্ছা জানাবেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments