বুধবার, নভেম্বর ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিলংগদুতে এমএন লারমার শাহাদাত বার্ষিকী পালন

লংগদুতে এমএন লারমার শাহাদাত বার্ষিকী পালন

জুম্ম জাতির জাতীয় চেতনার অগ্রদূত মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম শাহাদাত বার্ষিকী ও সকল বীর শহিদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)। সোমবার (১০ নভেম্বর) সকালে সংগঠনটির লংগদু শাখার উদ্যোগে নিজ কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী সুশীল জীবন চাকমা। সঞ্চালনা করেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি লংগদু থানা কমিটির সাধারণ সম্পাদক সুগত চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসএস কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাথোয়াই অং মারমা।

বিশেষ অতিথি ছিলেন—পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু থানা কমিটির সাংগঠনিক সম্পাদক বিক্রম চাকমা, চম্পা চাকমা কার্বারী, ২৪ নং মাইনীমূখ মৌজা হেডম্যান ও উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশন লংগদুর সাধারণ সম্পাদক মানিক কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক রাকেশ চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি লংগদু থানা কমিটির সাংগঠনিক সম্পাদক সিপন চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি বাবুল চাকমা, জেএসএস রাঙামাটি জেলা কমিটির সদস্য অনঙ্গলাল চাকমা এবং জেএসএস কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কিরণ চাকমা।

এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বক্তারা এমএন লারমার রাজনৈতিক দর্শন, আন্দোলন, এবং পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার অবদান স্মরণ করেন। তারা বলেন, তার আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দিনব্যাপী আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন এবং সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments