বদলীজনিত কারনে রাঙামাটির কাপ্তাই উপজেলার বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার সকালে কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর নারানগিরি ক্লাস্টারের প্রাথমিক শিক্ষা পরিবার এর আয়োজনে রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর জিন্নাতুন নাহার।
রাইখালী জুমিয়া পুর্নবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন চন্দ্র দাশের সভাপতিত্বে শিক্ষক মো: হাবিবুর রহমান এবং লিপি রানী মারমার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য, কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি রূপসী কাপ্তাইয়ের সম্পাদক কাজী মোশাররফ হোসেন, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কান্তি দে, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংহ্লাচিং মারমা এবং বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্য সততা, দক্ষতার সাথে কাপ্তাই শিক্ষা বিভাগে চাকরি করেছেন। কর্মদক্ষতার ফলে তিনি ইতিমধ্যে দেশ সেরা সহকারী শিক্ষা কর্মকর্তা হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তিনি সহজেই শিক্ষকদেরকে আপন করে নিতে পারতেন।
পরে শিক্ষকদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।