পার্বত্য চট্টগ্রামের শিক্ষা সংস্কৃতি বৈচিত্র্যর বাতিঘর মোনঘরের সুবর্ণজয়ন্তীর দুদিনের অনুষ্ঠান শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় উদযাপন করতে সকল প্রস্তুতি শেষ করেছে মোনঘর কতৃপক্ষ।
সুবর্ণজয়ন্তীতে মোনঘর ক্যাম্পাসে মোনঘর প্রতিষ্ঠাতা জ্ঞান শ্রী মহাথের, তাঁর সুযোগ্য শিষ্যমন্ডলী শ্রীমৎ বিমল তিষ্য মহাথের, শ্রীমৎ প্রজ্ঞানন্দ মহাথের ও শ্রীমৎ শ্রদ্ধালংকার মহাথের ম্যূরাল বা প্রাচীরচিত্র তৈরি করা হয়েছে।
দেশ বিদেশ থেকে রাঙামাটিতে জড়ো হয়েছেন মোনঘরিয়ানরা।
সুবর্ণজয়ন্তীকে কেন্দ্র করে রাঙামাটিতে বিরাজ করছে উচ্ছাস।
উদ্বোধনী দিনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
দ্বিতীয় পর্ব এবং সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, চাকমা সার্কেল চীফ রাজা দেবাশীষ রায়, রাঙামাটি সেনা রিজিয়ন কমান্ডার শওকত ওসমান, রাঙামাটি জেলা প্রশাসক হাবিব উল্লাহ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, মং রাজা সাচিংপ্রু চৌধুরী, উপস্থিত থাকার কথা রয়েছে।
উদ্বোধনী দিনে আনন্দ শোভাযাত্রা আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে যোগ দিতে ফ্রান্স থেকে একটা টিম এসেছে রাঙামাটিতে। এ টিম একবেলা ভাতের খরচের স্পনসর করবে।
নৃত্য শিক্ষক শোভন দেওয়ান টিটু’র নেতৃত্বে একাধিক নাচের মহড়া শেষ করা হয়েছে। সেগুলো পরিবেশন হবে দুদিনে অনুষ্ঠানে।
মোনঘরের ক্যাম্পাস মাঠে পুরো অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।