কাপ্তাই উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা কমিটি ও শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
বুধবার মহা নবমী পূজার দিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা নেতৃবৃন্দ কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালী মন্দির, কয়লারডিপু হরি মন্দির, রাইখালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিদর্শন করেন।
এ সময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটির সদস্য সচিব সুব্রত দে, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটির সাংগঠনিক সম্পাদক, শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটি যুগ্ম আহবায়ক নন্দন দেবনাথ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটির কোষাধ্যক্ষ শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটি সদস্য, খোকন কুমার দে, শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটি সদস্য মৃদুল ধর, শারদীয় দুর্গোৎসব সমন্বয় কমিটি সদস্য রতন মহাজন উপস্থিত ছিলেন।