রাঙামাটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া – বড়ইছড়ি সড়কের কুকিমারা পাড়া বিজিবি ক্যাম্পের চেকপোস্টের সামনে দিয়ে সিএনজি চালিত অটোরিকশা দিয়ে চালকের সীটের নীচে অবৈধভাবে পাচারকালে ৮ টি প্যাকেটের মধ্যে প্রায় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার এবং সিএনজি চালক মোঃ মহিবুল্লাহ(২৬) কে আটক করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু। সেই সাথে চোলাই মদ পাচারে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮ টায় কুকিমারা বিজিবি ক্যাম্পের হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে চেকপোস্টে কর্তব্যরত বিজিবির সদস্যরা সন্দেহ জনক ভাবে ঘাঘড়া টু বড়ইছড়ি গামী সিএনজি (চট্টগ্রাম থ ১৪-৮৮৫০) আটক করেন।
আটক সিএনজিটি তল্লাশি করে ৮ প্যাকেট (আনুমানিক ৫০ লিটার) দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন। এসময়
অবৈধ মদ বহনের অভিযোগে সিএনজি চালক
মোঃ মহিবুল্লাহ-২৬ (পিতাঃ মৃত আব্দুল মানান, গ্রামঃ পূর্বকোদালা, ডাক+থানাঃ রাংগুনীয়া, জেলাঃ চট্টগ্রাম)’কে আটক করেন। এসময় তার কাছ থেকে ১ টি বাটন ফোন, ১ টি হাতঘড়ি এবং ৬শত টাকা জব্দ করেন।
কাপ্তাই থানার ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, উদ্ধারকৃত মদ সহ আটক সিএনজি ও চালককে বিজিবি কর্তৃক কাপ্তাই থানায় আনা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।