মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাকৃষিসাজেকে ইঁদুর বন্যায় খাদ্যঝুঁকিতে থাকা ৪৬৬টি পরিবারকে সহায়তা প্রদান

সাজেকে ইঁদুর বন্যায় খাদ্যঝুঁকিতে থাকা ৪৬৬টি পরিবারকে সহায়তা প্রদান

ইঁদুর বন্যার কারণে সাজেক ইউনিয়নের মোট ৪৬৬টি ক্ষতিগ্রস্ত জুমিয়া পরিবারের মাঝে খাদ্য প্যাকেজ বিতরণ শুরু হয়েছে। উক্ত প্যাকেজের আওতায় প্রতি পরিবারকে ২ মাসের খাদ্য প্যাকেজ সহায়তা পাবে। প্রতি প্যাকেজে থাকবে ৬০ কেজি চাউল, ২ কেজি লবণ, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুর ডাল এবং ৫০০ গ্রাম সিদোল শুটকি।
স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্ক এর পৃষ্ঠপোষকতায় এবং কারিতাস বাংলাদেশ এর কারিগরী সহযোগিতায় স্থানীয় জাবারাং কল্যাণ সমিতি এই কার্যক্রম বাস্তবায়ন করছে।
শনিবার  বিকেলে সাজেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কাইচ্যা পাড়া, জাম পাড়া, অরুন পাড়া ও লংতিয়ান পাড়া হতে মোট ১০৫ পরিবারকে খাদ্য প্যাকেজ সহায়তা প্রদান করা হয়েছে।
এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা, সাজেক থানার উপ-পরিদর্শক মো: মামুন, ইউপি সদস্য যথাক্রমে জপুথাং ত্রিপুরা, মন্টু কুমার ত্রিপুরা ও বনবিহারী চাকমা, জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা উপস্থিত ছিলেন।
উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায়, প্যাকেজ সামগ্রী নিয়ে বাড়ি পৌঁছাতে রাত ৭-৮ টা বাজতে পারে। বিতরণ স্থান থেকে পায়ে হেঁটে আরও ৬-৭ ঘন্টা পথ পাড়ি দিতে হবে জানালেন অরুণপাড়া নিবাসী দুলী ত্রিপুরা।
দুলি ত্রিপুরা’র স্বামী নেই। ২টা মেয়ে সন্তান নিয়ে তার সংসার। বড় মেয়ের পড়ালেখা পঞ্চম শ্রেণীর পর আর চালিয়ে নিতে পারেনি। সেই বছর কঠিন অসুখ হলে দীর্ঘদিন অসুস্থতা ভোগ করতে হয় এবং শেষে পঙ্গুত্ব বরণ করতে হয়। ইঁদুর বন্যার প্রাদুর্ভাব তার ২ আড়ি ধানের জুম ফসল সম্পূর্ণ নষ্ট করে দেয়। কি করবে কোন দিশাই পাচ্ছিলো না দুলি ত্রিপুরা। জাবারাং সংস্থার এই প্যাকেজ সহায়তা তাকে নতুন করে বেঁচে থাকার আশা জাগিয়েছে জানান, দুলি ত্রিপুরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments