রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) এ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ ও অভিভাবক দিবস সোমবার ১১ টায় ইনস্টিটিউট এর উডশপ,পূর্ব (সিভিল উড)টেকনোলজি বিভাগে অনুষ্ঠিত হয়।
এতে ১ম ও ২য় পর্বের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বিএসপিআই এর অধ্যক্ষ রূপক ক্লান্তি বিশ্বাস।
ইনস্ট্রাক্টর মো.ইকবাল হায়দার এর সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অটোমোবাইল বিভাগের চীফ ইন্সট্রাক্টর ইঞ্জিনিয়ার রহমত উল্যাহ।
এসময় আরোও বক্তব্য রাখেন শিক্ষক ওমর ফারুক (চীফ ইনস্ট্রাক্টর, এমটি),মানস বড়ুয়া (ইনস্ট্রাক্টর ইটি),অভিভাবক কায়সার মাহমুদ, এএনএম শাহরাজ ইসলাম,শিক্ষার্থী মো.মিনহাজ, মো.বেলাল।