বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
মূলপাতাঅর্থনীতিকর্ণফুলী নদীর স্রোতের কারণে চন্দ্রঘোনা ফেরি বন্ধ 

কর্ণফুলী নদীর স্রোতের কারণে চন্দ্রঘোনা ফেরি বন্ধ 

রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি গেট দিয়ে ৩ ফুট করে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে বুধবার  রাত ৩ টা  হতে  রাঙামাটি বান্দরবান সড়কে চন্দ্রঘোনা  রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফলে নদীর দুই পাশে যাত্রী সাধারণ চরম দূর্ভোগে পড়েছে।  বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয়  প্রকৌশলী( যান্ত্রিক)  রনেল চাকমা।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি গেইট  ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারনে  বুধবার দিবাগত রাত ৩ টা হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে।

এদিকে বুধবার সকাল সাড়ে ৯ টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে গিয়ে দেখা যায়,  নদীর দুই পাশে কিছু যানবাহন অপেক্ষা করছে পারাপারের জন্য।  এসময় চন্দ্রঘোনা ফেরিঘাটে  কথা হয় চন্দ্রঘোনা কদমতলী  ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মানবাধিকার ও নাট্যকর্মী  মিজানুর রহমান বাবুর সাথে।

তিনি বলেন, এই নৌ – রুটে প্রাকৃতিক কারনে প্রায়শ ফেরি চলাচল বন্ধ থাকে। যার ফলে জনদূর্ভোগ সৃষ্টি হয়। এখানে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।

সেতু নির্মান হলে জনদূর্ভোগ কমবে। ফেরি ঘাটে কথা হয়, মোটরসাইকেল আরোহী মো: শহীদুল ইসলাম, মো: সরফুল আলম এবং সুকুমার বড়ুয়ার সাথে৷ তাঁরা বলেন ওপারে যাবার জন্য এসে দেখি ফেরি চলাচল বন্ধ রয়েছে। আমাদের কষ্টের শেষ নেই।

এখানে সেতু হলে আমাদের দু:খ লাগব হবে। এসময় কথা হয় বাস চালক মো: শুক্কুর, রাজস্থলীর  বাঙ্গালহালিয়া হতে আসা ব্যবসায়ী পুলক চৌধুরী, সিএনজি চালক মো: আরিফ, বিপণন কর্মী মো: নুরনবী এবং যাত্রী মো: ওমর ফারুকের সাথে।

তাঁরা বলেন, সকালে এসে দেখি ফেরি চলাচল বন্ধ রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্পীল ওয়ে ছাড়ার ফলে  কর্ণফুলী নদীতে প্রচুর জোয়ার থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।

এদিকে ফেরিঘাটে কথা হয় ফেরির ইনচার্জ মো: শাহজাহান এবং ফেরির চালক মো: সিরাজ এর  সাথে। তাঁরা বলেন,  কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে পানি ছাড়ার ফলে নদীতে অনেক স্রোত। তাই বুধবার দিবাগত রাত ৩ টা   হতে আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে স্রোত কমলে  আমরা ফেরির চালার চেষ্টা করবো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments