রবিবার, আগস্ট ৩১, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামখাগড়াছড়িদ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন সবুজ চাকমা

দ্বিজেন শর্মা পরিবেশ পদক পেলেন সবুজ চাকমা

জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখায় ‘ব্রাক ব্যাংক-তরুপল্লব দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪ এবং সম্মাননা’ পেয়েছেন রাঙামাটির বাঘাইছড়ির সন্তান সবুজ চাকমা। তিনি বর্তমানে সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পদক ও সন্মাননা অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
এতে বন ও প্রতিবেশ সংরক্ষণে অসামান্য অবদান রাখায় তিন ব্যাক্তি এবং একটি প্রতিষ্ঠানকে এ পদক ও সম্মাননা দেওয়া হয়।

সবুজ চাকমা পাহাড়ের জীব বৈচিত্র প্রকৃতি সংরক্ষণে গত অর্ধ যুগ অধিক ধরে স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন।
তিনি প্রকৃতি ও বন্যপ্রাণী ছবি তুলে চলেছেন।
তাঁর তোলা পাখি বন্যপ্রাণী রক্ষার জন্য তিনটি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
প্রকৃতি রক্ষার নিজের দায়বদ্ধতা থেকে গড়ে তুলেছেন অলাভজনক প্রতিষ্ঠান প্লানটেশন ফর নেচার। এর মাধ্যমে এ পর্যন্ত তিনি ৮৭ হাজার ৫৬০ টি পাখি বান্ধব চারা বিতরণ এবং রোপন করেছেন। খাগড়াছড়িতে কর্মরত অবস্থায় সড়কের দু পাশে প্রায় চার হাজার পাখিবান্ধব জ্যাকারান্ডা গাছের চারা রোপন করেন। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় রাঙামাটির সওজ লেক ভিউ গার্ডেনের পরিকল্পনাকারী সবুজ চাকমা।

দ্বিজেন শর্মা ছিলেন বাংলাদেশী প্রকৃতিবিদ, জীববিজ্ঞানী ও বিজ্ঞান লেখক। ১৯২৯ সালের ২৯ মে তাঁর জন্ম।
তিনি ১৯৬২ সাল থেকে ১৯৭৪ সাল পর্যন্ত নটর ডেম কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। এছাড়া নটর ডেম কলেজের প্রাকৃতিক পরিবেশ গঠনেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল।
২০১৭ সালে ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান।
তাঁর প্রয়াণের পর এ পুরস্কার প্রবর্তন করে প্রকৃতি বিষয়ক সংগঠন তরুপল্লব।
তাঁর স্মৃতি স্মরণো প্রতি বছর এ পদক প্রদান করে সংগঠনটি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments