বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
মূলপাতাঅর্থনীতিপ্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে আশিকার গণ সংলাপ

প্রান্তিক জনগোষ্ঠীকে সরকারী সেবা সম্পর্কে অবহিত করতে আশিকার গণ সংলাপ

সরকারী বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণের পদ্ধতি সম্পর্কে তৃণমুল মানুষদের অবহিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে সরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের গণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর উপজেলার বন্দুক ভাঙ্গা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ গণ সংলাপ অনুষ্ঠিত হয়। রাঙামাটির বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদ ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে আশিকা কর্তৃক বাস্তবায়নাধীন অংশীদারিত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য সহায়তা প্রকল্পের আওতায় সুবিধাভোগী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংলাপ অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন জনের প্রশ্নের উত্তর দেন রাঙামাটি সদর উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, রাঙামাটি সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো আব্দুর রশীদ, সদর মহিলা বিষয়ক কর্মকর্তা প্রতিনিধি রাকেশ চাকমা।

সংলাপে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা, প্রকল্প সমন্বয়ক বিধান চাকমা।

ইউনিয়ন পরিষদের সদস্য বিমলেন্দু চাকমার সঞ্চালনায় সংলাপের সভাপতিত্ব করেন বন্দুক ভাঙা ইউনিয়নের চেয়ারম্যান অমর চাকমা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments