বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫
মূলপাতাঅপরাধলংগদুতে ভূমি দখলের অভিযোগ

লংগদুতে ভূমি দখলের অভিযোগ

রাঙামাটির লংগদু উপজেলায় প্রভাবশালী ভূমিদস্যুর খপ্পরে পড়ে বসতভিটা হারানোর আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছে পাঁচ পরিবার।

বুধবার সকালে লংগদু প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১৯৮০-৮১ সালের রেকর্ডভুক্ত জমি (হোল্ডিং নং ২৬৩/২৬৪/২৬৫ এবং ১১২) দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসলেও স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মনির হোসেন সুট জাল কাগজপত্র ও কবুলিয়ত তৈরি করে দখলের পাঁয়তারা চালাচ্ছেন। ইতোমধ্যে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন, মামলা মোকদ্দমা ও হামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা। ভুক্তভোগীরা জানান, নারী-পুরুষ নির্বিশেষে পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাত ও অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাদের দাবি, স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা যাচাই করে দ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্য সমত্ব বানু, আব্দুর রব, কাঞ্চন মির, মমিন মাঝি, নিজাম উদ্দীনসহ অন্যান্য স্বজনরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments