রাঙামাটির লংগদু উপজেলায় প্রভাবশালী ভূমিদস্যুর খপ্পরে পড়ে বসতভিটা হারানোর আশঙ্কায় সংবাদ সম্মেলন করেছে পাঁচ পরিবার।
বুধবার সকালে লংগদু প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া এলাকার ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ১৯৮০-৮১ সালের রেকর্ডভুক্ত জমি (হোল্ডিং নং ২৬৩/২৬৪/২৬৫ এবং ১১২) দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসলেও স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি মনির হোসেন সুট জাল কাগজপত্র ও কবুলিয়ত তৈরি করে দখলের পাঁয়তারা চালাচ্ছেন। ইতোমধ্যে ভুক্তভোগীদের ভয়ভীতি প্রদর্শন, মামলা মোকদ্দমা ও হামলার মাধ্যমে হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তারা। ভুক্তভোগীরা জানান, নারী-পুরুষ নির্বিশেষে পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘাত ও অশান্তি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। তাদের দাবি, স্থানীয় ভূমি অফিসের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা যাচাই করে দ্রুত দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্য সমত্ব বানু, আব্দুর রব, কাঞ্চন মির, মমিন মাঝি, নিজাম উদ্দীনসহ অন্যান্য স্বজনরা।