সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচী বিষয়ে বিলাইছড়ি ইউনিয়ন পরিষদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালো এমজেএফ – এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার – এর আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সংলাপে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার রিতা চাকমা, চেয়ারম্যান প্রতিনিধি বাবু লাল তঞ্চঙ্গ্যা, সাংবাদিক সুজন কুমার তঞ্চঙ্গ্যা,সাংবাদিক অসীম চাকমা, হেডম্যান বিমলী চাকমা, কার্বারী থুইপ্রু মার্মা ( আকাশ) বিশিষ্টজন মৃগসেন চাকমা, প্রকল্প সমন্বয়কারী জ্যোতি বিকাশ চাকমা, সাবেক মেম্বার প্রেম কুমার তঞ্চঙ্গ্যা এবং বিশিষ্টজনসহ প্রকল্পের দায়িত্বরত কর্মচারীরা।
অংশীদারত্বের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামে সহনশীল জীবিকার জন্য একটি প্রকল্প – যা বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা হিলফ্লাওয়ার।