শিক্ষা নিয়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ এই শ্লোগান কে সামনে রেখে শুক্রবার বিলাইছড়ি সদরের ধুপ্যাচর তরুন সবুজ সংঘ ক্লাব প্রাঙনে অনুষ্ঠিত হয়েছে,এসএসসি কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
ধুপ্যাচর গ্রামে শান্তি শৃঙ্খলা কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১২৬ নং বিলাইছড়ি মৌজা হেডম্যান বিমলী চাকমা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথোয়াই মার্মা প্রধান উপদেষ্টা,ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার, জগৎ জ্যোতি চাকমা কার্বারী, রিতা চাকমা ১.২.৩ নং ওয়ার্ড ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ। প্রহর কান্তি চাকমা,বাজার চৌধুরি কেংড়াছড়ি, দীলিপ কুমার তঞ্চঙ্গ্যা সাবেক সভাপতি ধুপ্যাচর ত্রিরত্নবৌদ্ধ বিহার । সুমতি চাকমা সাবেক সাঃসম্পাদক ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার, সাগর জ্যোতি চাকমা সভাপতি ধুপ্যাচর তরুন সবুজ সংঘ ক্লাব।
সভাপতিত্ব করেন জ্যোতি ময় চাকমা, সভাপতি ও ২ নং ওয়ার্ড ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ ।অনুষ্টান সঞ্জালনা করেন,বাবুঃথুই প্রু মারমা (আকাশ) সাধারন সম্পাদক ধুপ্যাচর গ্রাম শান্তি শৃঙ্খলা কমিটি । আর ও উপস্থিত ছিলেন,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থী অভিভাবক ও ক্লাবের সদস্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন যে,প্রতি বছর ধুপ্যাচর পাড়া থেকে যারা এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করেন,তাদের কে নিয়ে ধারাবাহিক ভাবে ধুপ্যাচর গ্রাম শান্তি শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয়,এরই ধারাবাহিকতায় অত্র পাড়া থেকে এ বছর ৩ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে কৃতকার্য হয়েছে,তাদের কে সমাজের বিভিন্ন পেশার শ্রেণী মানুষরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন,আলোকিত করেছেন পরিবার ও এই সমাজ কে,আমরা সত্যি গর্বিত,তাদের কে নিয়ে,তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারেন,তারা যেন মানুষের মত মানুষ হয়ে সমাজ ও দেশ মাতৃকার সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে পারেন এটাই সাধারন মানুষের প্রত্যাশা। এসএসসি কৃতি শিক্ষার্থীরা হলেন ১। মিতুন জয় তঞ্চঙ্গ্যা পিতাঃ মেনক্যা তঞ্চঙ্গ্যা,মাতাঃ রিনা মার্মা,২। সুপর্না তঞ্চঙ্গ্যা পিতাঃ রাজ্জাক তঞ্চঙ্গ্যা,মাতাঃ শিল্পী রানী তঞ্চঙ্গ্যা ৩। নিতা মনি তঞ্চঙ্গ্যা পিতাঃ নতুন বাবু তঞ্চঙ্গ্যা মাতাঃ শান্তনি তঞ্চঙ্গ্যা,এই কৃতি শিক্ষার্থীদের জীবন সফলতা কামনা করে অনুষ্ঠান টি সমাপ্তি করা হয়।