শুক্রবার, জুলাই ৪, ২০২৫
মূলপাতাপ্রধান খবরকাপ্তাইয়ে সুইডিশ পলিটেকনিকে বিজিবির মাদক বিরোধী কর্মশালা

কাপ্তাইয়ে সুইডিশ পলিটেকনিকে বিজিবির মাদক বিরোধী কর্মশালা

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর উদ্যোগে মঙ্গলবার ( ২৪ জুন)  বেলা ১২ টায় কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই)  এর সিভিল উড বিভাগের হলরুমে  মাদক বিরোধী জনসচেতনতা মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগের ৩ শতাধিক  শিক্ষার্থী এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।   কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক   লে,: কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস্।  বিএসপিআই এর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস এতে সভাপতিত্ব করেন।

এসময় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর এস এম আশিকুজ্জামান শিক্ষার্থীদের বিভিন্ন মাদকের পরিচিতি, মাদক গ্রহণের কুফল এবং ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে  ভয়াবহ পরিণতির ব্যাপারে  সচেতন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments