মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
মূলপাতাপ্রধান খবররাঙামাটির বাঘাইছড়িতে দু গ্রুপের বুন্দকযুদ্ধ; শিশুসহ আহত ৩

রাঙামাটির বাঘাইছড়িতে দু গ্রুপের বুন্দকযুদ্ধ; শিশুসহ আহত ৩

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উত্তর বঙ্গলতলী ইউনিয়নে জারুলছড়ি এলাকায় অস্ত্রধারীদের মধ্যে গোলাগুলোর ঘটনা ঘটেছে।

গোলাগুলির ঘটনায় ১ শিশুসহ তিনজনের আহতের খবর পাওয়া গেছে। একজন ইউপিডিএফ স্বশস্ত্র কর্মী নিহত হওয়ার খবর  বলা হলেও প্রশাসনের পক্ষে তা নিশ্চিত করা হয়নি।

এ ঘটনার জন্য আঞ্চলিদ দল জেএসএস ও ইউপিডিএফকে দায়ী করছেন স্থানীয়রা।

বাঘাইছড়ি থানা পুলিশ জানায় শুক্রবার সকাল আটটা থেকে থেমে থেমে সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলি হয়।

বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন সকালে বঙ্গলতলীর জারুলছড়িতে থেমে থেমে দু’পক্ষের সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির সংবাদ পাওয়া গেছে।

এ ঘটনায় ৩ জন আহত হয়েছে বলে খবর পেয়েছি। এদের মধ্যে একজন শিশু প্রজ্ঞা চাকমা(৫) আহত জানা গেছে। আহত অন্যান্যদের পরিচয় জানা যায়নি।

ওসি আরো জানিয়েছেন আইনশৃংঙ্খলা বাহিনী ঘটনাস্থলে রওনা দিয়েছেন তবে এলাকাটি দূর্গম হওয়ায় বাহিনী পৌছতে দেরী হচ্ছে।

তবে কোন দল বন্দুক যুদ্ধে জড়িত থাকার কথা স্বীকার করেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments