বুধবার, এপ্রিল ১৬, ২০২৫
মূলপাতাপ্রধান খবরবাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন

বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপন

রাঙামাটি জেলার বাঘাইছড়িতে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন উৎসবমুখর হয়েছে।

সোমবার পহেলা বৈশাখ সকালে উপজেলা পরিষদ ভবনের সম্মুখ হতে আনন্দ শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের জনগণ অংশ নেন।

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরেবিশন করা হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার এর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতে আমীর মাওলানা কবির আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হই, আনন্দ ভাগাভাগি করি, পহেলা বৈশাখে তিনি বাঘাইছড়িবাসীকে শুভেচ্ছা জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রশাসনের আয়োজনে সকলে পান্তা ভোজে অংশগ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments