শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
মূলপাতাপ্রধান খবরকাপ্তাই বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের  বিক্ষোভ 

কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের  বিক্ষোভ 

বিদ্যুৎ  উন্নয়ন বোর্ডের  জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ঢাকা মহানগর কমিটির   সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার এবং মহানগর নেতা মো: খলিলুর রহমানের উপর অর্তকিত গুপ্ত হামলা এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রশাসন কর্তৃক আদেশ জারির মাধ্যমে সারাদেশে বিদ্যুৎ অফিসগুলোতে ইফতার মাহফিল বন্ধ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার প্রতিবাদে রাঙামাটির  কাপ্তাইয়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩মার্চ)সকাল ১০টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে কাপ্তাই  শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে এই  বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন কাপ্তাই  শাখার সভাপতি মো বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় সমাবেশে  বক্তব্য রাখেন কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম,আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মো বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আবদুল হান্নান,মাহাবুব রহমান,সাংগঠনিক সম্পাদক মোরশেদ আলম, সাজ্জাদুল ইসলাম চৌধুরী, যুব বিষয়ক সম্পাদক মো.শহিদুল ইসলাম ও  কেন্দ্রীয় যুব কমিটির সিনিয়র সহ-সভাপতি  দিদার হোসেন ভূইয়া রিপন।
সমাবেশে বক্তারা  বলেন,  ভারতে পলাতক আওয়ামীলীগ ফ্যাসিবাদের দোসর সাবেক  শ্রমিকলীগ নেতাসহ আরো কয়েকজন  মিলে ঢাকা মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল আলিম তালুকদার ও মহানগর নেতা খলিলুর রহমানের ওপর গুপ্ত হামলা করে।
আ’লীগের দোসররা দীর্ঘ ১৭বছর আমাদের ওপর নির্যাতন নিপিড়ন করছে। আর এখন চোরাগোপ্তা হামলা করছে।
এদের বিরুদ্ধে সকল নেতাকর্মীদের সচেতন থাকতে হবে।
বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড  প্রশাসন কর্তৃক আদেশ জারির মাধ্যমে সারাদেশে ইফতার মাহফিল বন্ধ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদ জানান।

পরে  কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের   ব্যবস্থাপকের নিকট একটি স্মারকলিপি দেন।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments