শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫
মূলপাতাপ্রধান খবরগাজায়   ইসরাইলি বাহিনীর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ 

গাজায়   ইসরাইলি বাহিনীর গণহত্যা প্রতিবাদে কাপ্তাইয়ে বিক্ষোভ 

ফিলিস্থিনির  গাজায়   দখলদার ইসরাইলি বাহিনির আগ্রাসন এবং  হামলার প্রতিবাদে ও মাজলুম ফিলিস্তিনিদের সমর্থনে রাঙামাটির কাপ্তাইয়ে  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত   হয়েছে।

শুক্রবার (২১মার্চ)  বেলা ২টায় কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ  সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই)   এর সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই  বিক্ষোভ   মিছিল ও প্রতিবাদ সমাবেশ   অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি কাপ্তাই বিএফআইডিসি শিল্প এলাকা হয়ে শুরু হয়ে কাপ্তাই  নতুন বাজার, জেটিঘাট এলাকা  প্রদক্ষিণ করে পরে বিএসপিআই  গেটে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ   সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন  কাপ্তাই  বিএফআইডিসি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাইফি,কাপ্তাই ইসলামী সেন্টারের  চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশীদ।

এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী জনগনের ওপর ইসরাইয়েল বর্বর গণহত্যা এবং  নির্বিচারে নারী ও শিশু হত্যা চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে।  আমরা এর তীব্র নিন্দা জানাই। এসময় বক্তারা মার্কিন ও ইসরাইয়েলের সকল ধরনের পণ্য বর্জনের আহ্বান জানান।

পরে ফিলিস্তিনির গাজায়  নিহত এবং আহতদের স্মরণে দোয়া ও মুনাজাত করেন সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর  জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুর রহিম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments