শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
মূলপাতাপ্রধান খবরআগুনে ক্ষতিগ্রস্ত লুসাই ত্রিপুরা পরিবারকে বিজিবি

আগুনে ক্ষতিগ্রস্ত লুসাই ত্রিপুরা পরিবারকে বিজিবি

রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে ভয়াবহ আগুনে সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়া স্থানীয় ৪৩ টি লুসাই ও ত্রিপুড়া পরিবারের পাশে দাঁড়িয়েছে বিজিবির খাগড়াছড়ি সেক্টর। খাগড়াছড়ি সেক্টর এর আওতাধীন ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন ও ২৭ বিজিবি মারিশ্যা জোন যৌথভাবে এই সহায়তা প্রদান করে ।

বিজিবি ক্ষতিগ্রস্ত ৪৩ পরিবারকে পারিবারিক গৃহস্থালি জিনিসপত্র, থালা, বাটি, গ্লাস, কলসি, মগ প্রদান সহ নগদ অর্থ সহায়তা প্রদান করে । ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সাজেক রুইলুই পাড়া ত্রিপুড়া কমিউনিটি সেন্টারের সামনে এসব সহায়তা প্রদান করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিএসসি,জি। এসময় ২৭ বিজিবি মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো: মহিউদ্দিন ফারুকী উপস্থিত ছিলেন। পরে সেক্টর কমান্ডার স্থানীয়দের উদ্দেশ্য বলেন সাজেকে ভয়াবহ আগুনে স্থানীয় ৪২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জানমালের নিরাপত্তার পাশাপাশি বিজিবির পক্ষ থেকে সামান্য পরিসরে সহায়তা প্রদান করা হয়েছে আগামীতেও এই ধরনের সহায়তা অব্যহত থাকবে।

উলেখ্য গত ২৪ ফেব্রুয়ারী সাজেকে ভয়াবহ আগুনে শতাধিক রিসোর্ট কটেজের পাশাপাশি স্থানীয় লুসাই ও ত্রিপুড়া পরিবারের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments