রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় মোটর সাইকেল দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর নামক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আহত হন জিকু কুমার দে (৪০) ও ইয়াসিন (৪০)।
আহত অবস্থায় স্থানীয়রা তাদের কে উদ্ধার করে বাঙ্গালহালিয়া বাজারে স্থানীয় ডাক্তারের নিকট চিকিৎসা করা হয়।
স্থানীয়রা জানান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের সহ সাংগঠনিক সম্পাদক জিকু দে উপজেলা পরিষদে নারী দিবসের আলোচনা সভা শেষ করে বাড়ীর উদ্যােশে রওনা হলে বাঙ্গালহালিয়া শফিপুর নামক স্থানে হঠাৎ মোটর সাইকেল উল্ডে গিয়ে ঘটনাস্থলে জিকু দে ও বিএনপির সদস্য ইয়াসিন নামে দুর্ঘটনার শিকার হয়।