রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাঙামাটির কাপ্তাই রাইখালী বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরূপ মুহুরী এই অভিযান পরিচালনা করেন।
এসময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে ৪টি মামলায় ৪ টি দোকান হতে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।
কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া সহ এইসময় চন্দ্রঘোনা থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।