বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাঅপরাধপানছড়িতে দুপক্ষের গোলাগুলিতে নারী নিহত

পানছড়িতে দুপক্ষের গোলাগুলিতে নারী নিহত

খাগড়াছড়ি পানছড়িতে গুলিবিদ্ধ  হয়ে এক নারী মৃত্যু হয়েছে। নিহতের নাম রূপসী চাকমা (২৬)।

সোমবার সকালে দক্ষিণ ধুধুকছড়ার হাতিমারা এলাকায় নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত নারীর মরদেহের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ালেও থানায় কেউ অভিযোগ করেনি। ভিডিওতে দেখা যায়,রূপসী চাকমার স্বজনরা মরদেহ ঘিরে আর্তনাত ও কান্না করার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করছে। নিহতের স্বামীর নাম হেমন্ত চাকমা।

তবে এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে দায়ী করলেও জেএসএস এবং ইউপিডিএফ এ হত্যাকান্ডের দায় নেয়নি।

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন,” সকালে গ্রামে ডুকে আমাদের কর্মীদের লক্ষ্য করে জনসংহতি সমিতির (মুল) এলোপাতাড়ি গুলিবর্ষণ করে এতে স্থানীয় বাসিন্দা রূপসী চাকমা মারা যায়। এসময় গুলি বাড়ির বেড়া ভেদ করে রূপসী চাকমার পিঠে বিদ্ধ হয়। এতে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।

জেএসএস কেন্দ্রীয় সহ তথ্য প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন খাগড়াছড়ির পানছড়িতে জনসংহতি সমিতির কোন কার্যক্রম নেই। এলাকাটি পুরোটাই ইউপিডিএফের নিয়ন্ত্রণ করে। এ ঘটনা ইউপিডিএফ ঘটিয়েছে সেটা বিভিন্নজনের লেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি। এর সাথে জেএসএস কোনভাবে জড়িত নয়।

পানছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো জসীম উদ্দিন জানিয়েছে ,’ সকালে দুইটি আঞ্চলিক সংগঠন প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক নারীর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে এই নিয়ে নিহতের পরিবার,স্বজন,স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ অভিযোগ করেনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments