মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিধ্রুব সংস্কৃতির সঙ্গীত পরীক্ষা 

ধ্রুব সংস্কৃতির সঙ্গীত পরীক্ষা 

সঙ্গীত পরীক্ষা গ্রহনকারী সংস্থা ধ্রুব সংস্কৃতি পরিষদের অধীন কাপ্তাই সাংস্কৃতিক একাডেমি, রাঙ্গুনিয়া মনোরঞ্জন আর্ট একাডেমি এবং চন্দ্রঘোনা ত্রি- ধা নৃত্য একাডেমির বার্ষিক সঙ্গীত পরীক্ষা শনিবার  চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলে অনুষ্ঠিত হয়েছে।

এতে কন্ঠ সঙ্গীত, যন্ত্র সঙ্গীত, আবৃত্তি, নৃত্য এবং চিত্রাংকন বিষয়ে ৩ শতাধিক পরীক্ষার্থী অংশ নেন।
এর আগে এদিন সকাল সাড়ে ৯  টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার উদ্বোধন করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং।

চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন এর সভাপতিত্বে কাপ্তাই সাংস্কৃতিক একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেপিএম লিমিটেডের প্রধান প্রকৌশলী আবুল কাসেম রনি,  ধ্রুব সংস্কৃতি পরিষদের উপদেষ্টা ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরিক্ষক পিন্টু ঘোষ,  রূপসী কাপ্তাইয়ের সম্পাদক ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক রবিউল হোসেন মামুন, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক নাট্য ব্যক্তিত্ব আনিছুর রহমান, বেতার ও টিভি শিল্পী মো: রফিক, তামান্না ইসলাম, জ্যাকলিন তনচংগ্যা, চিত্র শিল্পী সুজিত সূত্রধর, ত্রি- ধা নৃত্য একাডেমির পরিচালক নৃত্য প্রশিক্ষক সঙ্গীতা দত্ত এ্যানি, ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য, সঙ্গীত শিল্পী প্রনীল মালাকার, স্কাউট লিডার বিধান দেওয়ানজী,  ধ্রব সংস্কৃতি পরিষদের পরীক্ষক তাপস বড়ুয়া,  পপি বড়ুয়া, রস্মি বড়ুয়া, রীপা বড়ুয়া, অপূর্ব দেবনাথ এবং দীপান্বিত দে।

পরীক্ষায় সার্বিক সহযোগিতা ছিলেন বাউল শিল্পী বসুদেব মল্লিক ও তবলা শিল্পী নিত্যানন্দ দাশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine
Google search engine
Google search engine

Recent Comments