বুধবার, মার্চ ১২, ২০২৫
মূলপাতাপার্বত্য চট্টগ্রামরাঙামাটিবাঘাইছড়িতে জামায়েতের র‍্যালী ও পথসভা

বাঘাইছড়িতে জামায়েতের র‍্যালী ও পথসভা

মাগরিবের পর উপজেলা জামায়াতের অস্থায়ী কার্যালয় সম্মুখ হতে র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে পথসভায় মিলিত হয়।

উপজেলা জামায়েতের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আফসার হোসেন এর সঞ্চালনায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি ইউসুফ মিয়া, এছাড়াও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোঃ মশিউর রহমান।

সভাউ বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মোঃ জাফর আহম্মদ, পৌর জামায়েতের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, অফিস সম্পাদক আবুল হোসেন, উপজেলা টীম সদস্য আব্দুল কাইয়ুম, উপজেলা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন, শিবিরের সাজেক থানা সভাপতি ইমরান হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন দীর্ঘ ১৭ বছর পর বাঘাইছড়িতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালী ও সভা করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন, বিগত আওয়ামী সরকারের সময় জামায়েতের নেতাকর্মীদের উপর অমানবিক হামলা, নির্যাতন ও ফাসি পর্যন্ত দিয়ে জামায়েতকে নিষিদ্ধ করতে চেয়েছিলো কিন্তু আল্লাহর ফয়সালায় আজ তারাই দেশ থেকে বিতারিত হয়েছে, বক্তারা আরো বলেন আগামীতেও বাংলাদেশে কোন ফ্যাসিবাদীকে মাথা নাড়া দিয়ে উঠতে দেয়া হবেনা, একই সাথে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করার জন্য মুসলিম জনতাকে আহবান জানান, দ্রব্যমূল্যের দাম যেন ঊর্ধ্বগতি না হয় সেদিকে বর্তমান সরকারকে দৃষ্টি রাখার আহবান করেন একইসাথে হোটেল রেস্তুরা দিনের বেলায় বন্ধ রাখার আহবান জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Google search engine

Recent Comments