রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুর্শে মারমার সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন চাকমা, রাঙামাটি রিপোর্টাস ইউনিটির যুগ্ম সম্পাদক হিমেল চাকমা, কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুর রহমান, ঘাগড়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, পোয়া পাড়া সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা ময় চাকমা। এ বছর ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ বিভাগ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিবে।