রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিজিবির আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ২৭ বিজিবি মারিশ্যা জোন এর আয়োজনে কাচালং সরকারি ডিগ্রি কলেজ মাঠে মারিশ্যা জোন বনাম রিজার্ভ বাজার রাঙামাটি জেলা ফুটবল দলের মধ্য উক্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (২৭ বিজিবি) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি। বিশেষ অতিথি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, কাচালং সরকারি ডিগ্রি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ কামাল হোসেন মীর, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন। উক্ত খেলায় মারিশ্যা জোনকে ৩-০ গোলে পরাজিত করে রিজার্ভ বাজার ফুটবল একাডেমি রাঙামাটি জেলা দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সকল খেলোয়াড়দের হাতে পুরস্কার বিতরণ করা হয়।